আদৌ ম্যাথিউসের হাতে পাঁচ সেকেন্ড সময় ছিল?
আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইম আউট’ হওয়া প্রথম ব্যাটসম্যান এখন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তার বিরল আউট নিয়ে আলোচনা যেন থামছেই না। সংবাদ সম্মেলনে এসে সেই আউট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ম্যাথিউস।
নিজের এক্স অ্যাকাউন্টে সেই পাঁচ সেকেন্ডের প্রমাণ তুলে ধরেছেন ম্যাথিউস। ভিডিও প্রকাশ করে তার দাবি, যখন একজন ব্যাটার আউট হয়েছিলেন তখন ঘড়িতে সময় ছিল তিনটা বেজে ৪৮ মিনিট ৫০ সেকেন্ড। যখন তিনি মাঠে নামছেন তখন ঘড়িতে সময় ছিল তিনটা বেজে পঞ্চাশ মিনিট ৪৫ সেকেন্ড। সেই হিসেবে তখনও দুই মিনিট পূরণ হতে আরও পাঁচ সেকেন্ড বাকি ছিল।
এরপর ক্রিজে পৌঁছে হেলমেট পরতে শুরু করেন তিনি। তবে সেই হেলমেটে কিছুটা সমস্যা থাকায় ড্রেসিংরুম থেকে আরেকটি হেলমেট আনার জন্য সংকেত দেন। কিন্তু তাতে দুই মিনিটের বেশি সময় লেগেছিল। এরপরেই তাকে ‘টাইম আউট’ দেওয়া হয়েছিল। এই ইস্যুতে অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজাও ক্ষোভ প্রকাশ করেছেন।
উসমান খাজা জানিয়েছেন, ‘ম্যাথিউস ক্রিজে ছিল এবং তার হেলমেটের স্ট্র্যাপে সমস্যা ছিল। তারপরও কেন তাকে আউট দেওয়া হলো। এর কোনো মানে হয় না। এখন দেখার বিষয় এই ইস্যুতে কি সিদ্ধান্ত নেয় আইসিসি।’