পাকিস্তানকে সুপার ওভারে হারাল বাংলাদেশ
জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল তিন রান, বাংলাদেশের এক উইকেট। তবে শেষ উইকেট তুলে নিলেও ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।
সুপার ওভারে পাকিস্তান আগে ব্যাটিং করে ৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। পাকিস্তানের দেওয়া লক্ষ্যটা শেষ বলে চার মেরে জিতিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। দুই ওপেনার সাদাফ শামাস ও সিদরা আমিন জুটিতে আসে ৪১ রান। দলীয় ৪১ রানে সিদরার বিদায়ের পর হোচট খায় পাকিস্তান। ৪৩ বলে ২২ রান করেন এই ব্যাটার। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। শেষমেশ ১৬৯ রানে থামে পাকিস্তান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে শেষ হাসি বাংলাদেশের।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পুরো ৫০ ওভার খেললেও বোর্ডে লড়াকু সংগ্রহ জমা করতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। ৯ উইকেটে ১৬৯ রানেই থামে বাংলাদেশ। যদিও শুরুটা অবশ্য খারাপ হয়নি বাংলাদেশের। দেখেশুনেই খেলছিলেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। তবে দ্রুতই ব্রেকথ্রু পায় সফরকারীরা। দলীয় ২১ রানের মাথায় ১৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন মুর্শিদা।
এরপর সোবহানা মোস্তারিও বেশিদূর এগোতে পারেননি। দলীয় ৪৩ রানের মাথায় এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ১৬ রান। এরপর ফারজানা হকের সঙ্গে জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন নিগার সুলতানা জ্যোতি। ফারজানা ৮৮ বলে ৪০ রানে ফিরলেও একপ্রান্তে আগলে রাখেন জ্যোতি। সাবধানী ব্যাটিংয়ে ফিফটি করেন। যদিও বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত বেশিদূর এগোতে পারেনি বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী ক্রিকেট দল
৫০ ওভারে ১৬৯/৯ (মুর্শিদা ১২, ফারজানা ৪০, সোবহানা ১৬, নিগার ৫৪, ফাহিমা ১৬, রিতু ৮, স্বর্না ০, নাহিদা ৭, রাবেয়া ৪, মারুফা ৫, নিশিতা ২; ডায়না ৯-০-৩৯-১, সাদিয়া ১০-২-৩২-২, নাসরা ১০-১-২৭-২, নিদা ৭-০-৩০-১, হানি ১০-০-২৫-১, বিসমাহ ৪-০-১৪-০)
পাকিস্তান নারী ক্রিকেট দল
৪৯.৫ ওভারে ১৬৯/১০(সাদাফ ২৯, সিদরা ২২, বিসমাহ ০, আলিয়া ২১, নিদা ২৭, ইরাম ১৫, নাজিহা ২২, ডায়না ১৪, উম্মে ১১, নাসরা ৪, সাদিয়া ১; মারুফা ৭-২-১৭-১, নাহিদা ১০-১-৪৩-১, রাবেয়া ১০-২-২৯-৩, নিশি ৭-০-২৬-১, ফাহিমা ৯.৫-১-৩৬-১, স্বর্না ৬-১-১৭-০)