অস্ট্রেলিয়াকে ২৯২ রানের চ্যালেঞ্জ দিল আফগানিস্তান
হোক বিশ্বকাপ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ; আফগানিস্তানের বিপক্ষে বরাবরই আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। তবে এবারের বিশ্বকাপের প্রেক্ষাপট অবশ্য বেশ ভিন্ন। চলতি বিশ্বকাপে আফগানিস্তান কঠিন এক প্রতিপক্ষ। অস্ট্রেলিয়ার মতো সেমির স্বপ্ন দেখছে আফগানরা। সেমির দৌড়ে আরও একধাপ এগিয়ে যাওয়ার মিশনে অস্ট্রেলিয়াকে ২৯২ রানের চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৯১ রান করে আফগানিস্তান। ব্যাট হাতে সর্বোচ্চ ১২৯ রান করেন ইব্রাহিম জাদরান।
বিশ্বকাপের শেষ চারের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আফগানিস্তানের। সেই সমীকরণ মাথায় নিয়েই অসিদের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ব্যাট হাতে শুরুটাও ভালো হয় আফগানদের।
এই দুইজনের ব্যাটে আসে ৩৮ রান। দলীয় ৩৮ রানের মাথায় জশ হ্যাজেলউডের বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গুরবাজ। আউটের আগে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ২১ রান। গুরবাজের বিদায়ের পর রহমত শাহকে নিয়ে দারুণ এক জুটি গড়েন ইব্রাহিম জাদরান। এই জুটিতে আসে ৮৩ রান।
দলীয় ১২১ রানের সময় গ্লেন ম্যাক্সওয়েলের বলে হ্যাজেলউডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রহমত। ৪৪ বলে ৩০ রান আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর হাসমতউল্লাহ শাহিদীকে নিয়ে জুটি গড়েন জাদরান। এই জুটিতে আসে আরও ৫২ রান। দলীয় ১৭৩ রানে স্টার্কের ব্যাটে বোল্ড হয়ে ফেরেন শাহিদী। ৪৩ বলে ২৬ রান করেন তিনি।
এরপর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে জুটি গড়েন জাদরান। এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে আফগানরা। দলীয় ২১০ রানে ওমরজাইয়ের বিদায়ে ভাঙে এই জুটি। ১৮ বলে ২২ রান করেন তিনি। এরপর শতক তুলে নেন জাদরান। সেঞ্চুরি হাঁকিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। শেষমেশ ২৯১ রানে থামে আফগানরা।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান
৫০ ওভারে ২৯১/৫ (গুরবাজ ২১, জাদরান ১২৯, রহমত ৩০, শাহিদী ২৬, ওমরজাই ২২, নবী ১২, রশিদ ৩৫; স্টার্ক ৯-০-৭০-১, হ্যাজেলউড ৯-০-৩৯-২, ম্যাক্সওয়েল ১০-০-৫৫-১, কামিন্স ৮-০-৪৭-০, জাম্পা ১০-০-৫৮-১, হেড ৩-০-১৫-০, স্টোয়নিস ১-০-২-০)