সাকিবের বদলি হিসেবে বিশ্বকাপ দলে এনামুল
দেখতে দেখতে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শেষের পথে। সেমিফাইনালের স্বপ্ন দেখা বাংলাদেশের বিদায়ের ঘণ্টা বেজে গেছে প্রথম পর্বেই। বাকি শুধু স্রেফ নিয়মরক্ষার শেষ ম্যাচ।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়কের বদলি হিসেবে বিশ্বকাপ একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।
আজ মঙ্গলবার ( ৮ নভেম্বর) আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাকিবের পরিবর্তে বিশ্বকাপ দলে যোগ দিবেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়। আইসিসির টেকনিক্যাল কমিটি বিজয়কে দলে নেওয়ার বিষয়টিতে অনুমোদন দিয়েছে। অভিজ্ঞ এই ওপেনার সবশেষ চলতি বছরের সেপ্টেম্বরে কলম্বোতে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন।
এদিকে আজই সাকিবের চোটের খবর জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো স্কোয়াড যখন পুনেতে যাচ্ছে সাকিব তখন দেশের পথে।
সাকিবের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘সাকিব ব্যাটিং ইনিংসের শুরুতে তার বাম তর্জনীতে আঘাত পান। ব্যথা পাওয়ার পর আঙুলে টেপিং দেওয়ার পাশাপাশি ব্যথানাশক ওষুধ দিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্সরে করানো হয়, রিপোর্টে আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এই চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।’
চলতি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার চোট পেলেন সাকিব। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পান সাকিব। যার ফলে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হয়নি তার।