ম্যাক্সওয়েলের ইনিংসটি কামিন্সের কাছে 'সর্বকালের সেরা'
গ্লেন ম্যাক্সওয়েলের বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ম্যাক্সির এমন অতিমানবীয় ইনিংস নিয়ে প্রশংসার জোয়ার থামছেই না। বিশ্ব মঞ্চে করা অসি তারকার ডাবল সেঞ্চুরিকে নিজের জীবনের সেরা ইনিংস বলে অ্যাখা দিয়েছেন ব্যাটিং কিংবদন্তী শচীন টেন্ডুলকার। একই উপমা দিলেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও। তার মতে, ম্যাক্সওয়েলের ইনিংসটি ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা।
আফগানিস্তানের বিপক্ষে গতকাল যখন ব্যাটিংয়ে এলেন ম্যাক্সওয়েল তখন নাজুক অবস্থায় অস্ট্রেলিয়া। উইকেটে গিয়েই তাকে পড়তে হয় হ্যাটট্রিক বলের সামনে। সেই ধাক্কা সামলে ম্যাক্সওয়েল দেখালেন অন্যরূপ। মুম্বাইতে পরের তিন ঘণ্টা চলল শুধু ম্যাক্সির শাসন। ব্যাট হাতে তো অবিশ্বাস্য লড়াই করলেনই, সঙ্গে উপহার দিলেন ডাবল সেঞ্চুরি।
ক্রিকেটে ডাবল সেঞ্চুরি অনেকের কাছেই সাধারণ হতে পারে। কিন্তু ম্যাক্সওয়েল যা করলেন তা রীতিমতো ঘোরে ফেলে দেওয়ার মতো। ধ্বংসস্তূপ থেকে অস্ট্রেলিয়াকে টেনে তুলে দেখালেন ব্যাটিং প্রদশর্নী। লেজের ব্যাটারদের নিয়ে লড়াই করে দলকে নিয়ে গেলেন জয়ের দুয়ারে।
আফগানদের বিপক্ষে ম্যাক্সওয়েলের দৃঢ়তায় অস্ট্রেলিয়া জিতেছে ৩ উইকেটে। ১০ ছক্বা ও ২১ চারে ১২৮ বলে ম্যাক্সওয়েল উপহার দিয়েছেন ২০১ রানের অপরাজিত ইনিংস। ম্যাক্সির অনেক ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছেন প্রশংসায়। এর থেকে বাদ যাননি দলটির অধিনায়ক কামিন্সও।
সতীর্থের ইনিংসটি নিয়ে কামিন্স বলেছেন, ‘এই ইনিংসটি অদ্ভুত! জানি না, এটার বর্ণনা কীভাবে করব। ম্যাক্সি সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিল। এটা অবশ্যই সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস।’