‘টাইমড আউট’ উইকেট নিয়ে যা বললেন ডোনাল্ড
ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যাটারকে টাইমড আউট হতে দেখল ক্রিকেটবিশ্ব। চলতি বিশ্বকাপে গত ৬ নভেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঘটেছে এমন বিরল ঘটনা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই আউট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। দুদিন পার হলেও এখনও চর্চার কেন্দ্রে আছে এটি। কেউ সাকিব আল হাসানের পক্ষ নিচ্ছেন, কারও কথা ম্যাথিউসের পক্ষে। এবার এ বিষয়ে নিজের মতামত জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এমন আউট ভালো লাগেনি ডোনাল্ডের কাছে। তিনি বলেন, ‘এমন আউট দেখা আমার কাছে হতাশাজনক। আমি বুঝতে পারছি সাকিব তার সুযোগটা নিয়েছে। তার মতে, জয়ের জন্য সে সবকিছুই করতে পারে সে। তবে, আমি এই ব্যাপারটা পছন্দ করিনি।’
বিশেষ করে ম্যাথিউসের মতো একজন তারকার এমন আউট মানতে পারছেন না ডোনাল্ড। তিনি আরও যোগ করেন, ’শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা একজন খেলোয়াড় ম্যাথিউস। তার এভাবে কোনো বল না খেলে চলে আসাটা দুঃখজনক। আপনি ক্রিকেটে সম্মান, সহনশীলতার কথা বলে বেড়াবেন, কিন্তু এ জিনিসটিতে আমি কোনো কিছুই পাইনি। আমার কথা হয়তো খারাপ লাগতে পারে, তবু আমি এই আউটটির বিপক্ষে। ‘
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কান ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলে সাদিরা সামারাবিক্রমা সাকিবের বলে আউট হন। খানিকটা সময় পর মাঠে প্রবেশ করেন ম্যাথিউস। যদিও, বল মোকাবিলা করতে বেশ কিছুটা সময় নিচ্ছিলেন তিনি। তার আনা হেলমেটের স্ট্র্যাপে সমস্যা ছিল, সেটি বদলাতে থাকেন। যখন বল মোকাবিলা করতে তৈরি হন, তখন টাইমড আউটের আবেদন করে বসেন সাকিব। ফিল্ডিং অধিনায়ক ছাড় না দেওয়ায় আম্পায়ার মরিস ইরাসমাসকে টাইমড আউটের ঘোষণা দিতে হয়। আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবার দেখে এমন আউট।