নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
পয়েন্ট টেবিলের তলানির দুই দল ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ১০ দলের বিশ্বকাপে ইংল্যান্ড আছে সবার শেষে, ডাচরা নবম স্থানে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুই দলেরই। তবে, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে উভয় দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।
এমন সমীকরন মাথায় নিয়ে আজ বুধবার (৬ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
টস জিতে বাটলার বলেন, মাঠ দেখে বেশ ভালো মনে হচ্ছে। আমাদের চেষ্টা থাকবে স্কোরবোর্ডে ভালো সংগ্রহ তুলতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ ম্যাচটি জিততে পারব বলে বিশ্বাস করি আমরা।’
ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, আমরা টস হেরেছি তা নিয়ে চিন্তিত নই। চেষ্টা থাকবে সেরা খেলাটা খেলতে। যদি, ম্যাচে কোনো সুযোগ আসে সেটি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব আমরা। এই বিশ্বকাপে সামর্থ্য অনুযায়ী আমাদের ছেলেরা চমৎকার খেলেছে।’