ম্যাক্সওয়েলের ইনিংসকে অলৌকিক বললেন শোয়েব
ক্রিকেট দুনিয়ায় এখন একটাই আলোচনা। আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংস। সেই ইনিংসের বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তার এমন অবিশ্বাস্য ইনিংস নিয়ে প্রশংসার জোয়ার থামছেই না। বিশ্ব মঞ্চে করা অসি তারকার ডাবল সেঞ্চুরিকে নিজেদের জীবনে দেখা সেরা ইনিংস বলে অ্যাখা দিয়েছেন অনেক তারকাই।
ম্যাক্সওয়েলকে নিয়ে বন্দনায় শামিল হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অসি তারকার এই ইনিংসকে অবিশ্বাস্য ও অলৌকিক বলে বিশেষায়িত করেছেন। এমন কিছু আগে দেখেননি বলেও জানালেন তিনি।
শোয়েব আক্তার বলেন, ‘ম্যাক্সওয়েলের হাত পা কিছুই কাজ করছিল না। অস্ট্রেলিয়া ৯১ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছে। এরপর ম্যাচটা হয়ে দাঁড়ায় আফগানিস্তান বনাম ম্যাক্সওয়েলের লড়াই। চোট পাওয়ার পরও সে হাল ছাড়েনি। চাইলে সে মাঠ ছেড়ে উঠে যেতে পারত। কিন্তু, সে লড়াই করেছে। একেই বলে সত্যিকার দেশপ্রেম।’
শোয়েব আরও যোগ করেন, ‘৯১ রানে সাত উইকেট হারানোর পর অসিদের একজন দরকার ছিল। তবে, ম্যাক্সওয়েল যা করেছে তা অবিশ্বাস্য এবং একইসঙ্গে অলৌকিক। সে দুর্দান্ত এক ক্রিকেটার। তার এই ইনিংস সবাইকে খুবই অনুপ্রাণিত করবে। দেশপ্রেম ও খেলাটার প্রতি ভালোবাসা কী করতে পারে তা বুঝিয়েছেন ম্যাক্সওয়েল। হ্যাটস অফ।’