স্টোকসের সেঞ্চুরিতে ডাচদের বড় লক্ষ্য দিল ইংল্যান্ড
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুই দলেরই। পয়েন্ট টেবিলের তলানির দুই দল ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ১০ দলের বিশ্বকাপে ইংল্যান্ড আছে সবার শেষে, ডাচরা নবম স্থানে। তবে, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে উভয় দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ বুধবার (৬ নভেম্বর) মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তোলে ইংল্যান্ড।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ওপেনিং জুটিতে দুই ব্যাটার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান মিলে ৪৮ রান জমা করেন স্কোরবোর্ডে। ১৫ রান করে আরিয়ান দত্তের বলে আউট হন বেয়ারস্টো। তবে, অপর ওপেনার মালান নিজের ইনিংসকে বড় করেছেন। ৭৪ বলে ৮৭ রানের চমৎকার ইনিংসটি থামে রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়ে।
ব্যক্তিগত ২৮ রানে ফন বিকের বলে বোল্ড হন জো রুট। আজ নিজেকে মেলে ধরেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ১৯২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ক্রিজে জুটি বাঁধেন স্টোকস ও ক্রিস ওকস মিলে। সপ্তম উইকেটে এ জুটি থেকে আসে ১২৯ রান। স্টোকস পান আসরে প্রথম শতকের দেখা।
৮৪ বলে সমান ছয়টি করে চার ও ছক্কায় ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলেন স্টোকস। ইনিংস শেষের দুই বল আগে শেষ ব্যাটার হিসেবে আউট হন ফন বিকের বলে। ওকসও তুলে নেন হাফসেঞ্চুরি। ৪৫ বলো পাঁচ চার ও এক ছক্কায় ৫১ করেন তিনি। শেষ পর্যন্ত ইংল্যান্ড থামে ৩৩৯ রানে।
ডাচদের পক্ষে তিন উইকেট পান ডি লিড। দুটি করে উইকেট পান ফন বিক ও আরিয়ান।