সাকিবকে পাথর মারার হুমকি দিলেন ম্যাথিউসের ভাই
ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যাটারকে টাইমড আউট হতে দেখল ক্রিকেটবিশ্ব। চলতি বিশ্বকাপে গত ৬ নভেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঘটেছে এমন বিরল ঘটনা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই আউট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। দুদিন পার হলেও এখনও চর্চার কেন্দ্রে আছে এটি। এবার আলোচনায় এলেন ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস। সাকিবকে পাথর ছুঁড়ে মারার হুমকি দিলেন রীতিমতো।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রেভিন বলেন, ‘সাকিব যা করেছে, তাতে আমরা খুবই হতাশ। এরপর আর তাকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। সে লঙ্কা প্রিমিয়ার লিগ অথবা আন্তর্জাতিক ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় এলে তাকে পাথর ছুঁড়ে মারা হবে। লঙ্কান ক্রিকেটের ভক্তদের কাছ থেকে অনাকাঙ্খিত ঘটনারও শিকার হতে পারে।’
সাকিবকে এক প্রকার সতর্কবার্তা দিলেন ট্রেভিন। ম্যাথিউসের পরিবারও বিষয়টি নিয়ে ডেকান ক্রনিকলে বলে, ‘বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান যা করলেন, তাতে হতাশ হয়েছি আমরা। তার মধ্যে একজন ক্রীড়াবিদের সৌন্দর্য পাইনি। সে ন্যূনতম মানবতা দেখায়নি। অথচ, ক্রিকেট ভদ্রলোকের খেলা।’
এর আগে ‘টাইমড আউট’ উইকেট নিয়ে পক্ষে-বিপক্ষে কথা বলেছেন অনেকেই। কেউ সাকিবের পক্ষ নিয়েছেন, কেউ ম্যাথিউসের। সর্বশেষ, বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও নিজের মত দিয়েছেন এই ব্যাপারে। বলেছেন, বিষয়টি তার পছন্দ হয়নি।