সাকিবকে ছাড়াই অস্ট্রেলিয়াকে হারাতে মুখিয়ে বাংলাদেশ
দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। সেমিফাইনাল ছোঁয়ার যেই স্বপ্ন নিয়ে ভারতে এসেছিল বাংলাদেশ তার কিছুই পূরণ হয়নি। বরং, একের পর এক পরাজয় দলের আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে। ছয় হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফিরলেও তা দিয়ে সেমির স্বপ্ন জোড়া লাগানো আর সম্ভব নয়।
তবুও কথায় বলে, শেষ ভালো যার, সব ভালো তার। বাংলাদেশও হয়ত দেশে ফেরার আগে এই শেষটাই রাঙাতে চায়। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যারা গতকাল আফগানিস্তানের স্বপ্নভঙ্গ করে নিশ্চিত করেছে সেমিফাইনাল।
এ ছাড়া ধারেভারেও বাংলাদেশের চেয়ে বহুগুণ এগিয়ে অস্ট্রেলিয়া। তবুও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে শেষ ম্যাচ জিততে মুখিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল।
পুনেতে এই ম্যাচে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। চোটে অধিনায়ককে হারানোর ধাক্কাকে সঙ্গী করে আগামী ১১নভেম্বর অসিদের মাঠে নামবে বাংলাদেশ।
মূল লড়াইয়ের আগে পুনেতে অবস্থান করা বাংলাদেশ দল আজ ছিল ছুটির আমজে। এক ফাঁকে সংবাদমাধ্যমের সামনে আসা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার দিলেন ঘুরে দাঁড়ানোর বার্তা।
বিসিবির এই নির্বাচক বলেছেন, ‘আমরা যত ম্যাচ খেলেছি, সবগুলো ম্যাচেই প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। বিশ্বকাপে দুর্বল প্রতিপক্ষ বলতে কেউ নেই। শুধু অস্ট্রেলিয়া নয়, সব দলেরই কোনো না কোনো ‘গেম চেঞ্জার’ ছিল। ওভাবে চিন্তা করলে কিন্তু অস্ট্রেলিয়ার কোনো ম্যাচ হারার কথা না। কিন্তু শুরুতে তারাও দুই ম্যাচ হেরেছে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারি।’
সেরা খেলার আশা দিয়ে সাবেক এই ক্রিকেটার আরও যোগ করেন ‘অস্ট্রেলিয়া খুব ভালো ফর্মে আছে। তাদের কিছু গেম চেঞ্জার আছে, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচ মার্শ- সবাই ভালো খেলোয়াড়। কিন্তু কোনো দলই অপরাজেয় নয়। নিশ্চিতভাবে আমাদের চেষ্টা থাকবে সেরা খেলাটা খেলার।’