দুই-এক বছরের মধ্যেই পরের বিশ্বকাপের দল প্রস্তুত হবে : বাশার
বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা চরম নাজুক। একের পর এক হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে। শেষ সম্বল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখা। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে নানা বির্তক ছাপিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টানা ছয় হারের পর পেয়েছে জয়ের দেখা।
তবে, এই এক জয়ে ব্যর্থতা ভুলে যায়নি কেউই। এবারের বিশ্বকাপ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে বাংলাদেশের ভঙ্গুর অবকাঠামো। যার খেসারতও দিতে হচ্ছে।
তবে, এখনও হাল ছাড়ছেন না বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাসার। এবারের বিশ্বকাপে দল হতাশ করেছে, সেটি অকপটেই বললেন হাবিবুল বাশার। আজ বুধবার (৬ নভেম্বর) পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হন বাশার। কোথায় কোথায় উন্নতি করতে হবে, জানালেন সে কথা।
বিসিবির এই নির্বাচক বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের সব বিভাগে কাজ করতে হবে। টপ অর্ডার ব্যাটিং, ফিনিশিং, আমাদের বোলিং। বিশেষ করে মাঝের ওভারগুলোয় বোলারদের উইকেট নেওয়ার সামর্থ্য থাকা খুব প্রয়োজন। এখন যে ধরনের ক্রিকেট হয়, মাঝের ওভারগুলোতে উইকেট নিতে না পারলে বড় রান আটকাতে পারবেন না। বিশ্বকাপে এই জায়গায় বেশ ভুগেছি আমরা।’
তবে, এ সমস্যা থেকে উত্তরণের পথও দেখিয়ে দিলেন বাশার। পাশাপাশি জানালেন, পরের বিশ্বকাপের জন্য দুই-এক বছরের মধ্যেই বাংলাদেশ দল নিজেদের গুছিয়ে নেবে।
এ প্রসঙ্গে বাশার বলেন, ‘আমাদের ঘরোয়া ক্রিকেট অনেক উন্নতি করছে। শেষ দুই বছরে উইকেট অনেক স্পোর্টিং হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট খুব ভালো থাকে। প্রিমিয়ার লিগের উইকেটও ভালো থাকে। এই জিনিসগুলোর ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। হয়তো আমরা এখন দেখতে পারছি না। আস্তে আস্তে সেটার ফল পাব। আগামী বিশ্বকাপ চার বছর পর, এই সময়ে দলটা প্রস্তুত হয়ে যাবে। এক-দুই বছরের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’