শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে নিউজিল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা জেগেছে। পয়েন্ট টেবিলের নবম স্থানে আছে তারা। অন্যদিকে, নিউজিল্যান্ডের লড়াইটা সেমি ফাইনালে ওঠার। বর্তমানে চতুর্থ স্থানে আছে কারা। আজ জিতলে সেমির পথ অনেকটাই নিশ্চিত হবে গতবারের রানার্সআপদের।
এমন অবস্থায় আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। টসে জিতে বোলিং বেছে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
টস জিতে উইলিয়ামসন বলেন , ‘আমরা যে ধরনের খেলা খেলি, আমাদের মনযোগ থাকবে সেভাবেই খেলার। আশা করি, আগের চেয়ে আমাদের খেলাটা উন্নত হবে। আজকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসরে এগিয়ে থাকতে জয় পাওয়াটা খুব প্রয়োজন।’
লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস বলেন, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। স্কোরবোর্ডে সম্মানজনক সংগ্রহ তুলতে হবে। এটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। নিউজিল্যান্ড খুব ঠান্ডা মাথার দল। আশা করি, আমরা ভালো করব।’