বাবরকে হটিয়ে শীর্ষে গিল
ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষে থেকে বিশ্বকাপে এসেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আসরে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ক্রমাগত ওঠানামা করেছে তার রেটিং পয়েন্ট। অন্যদিকে, দুইয়ে থাকা ভারতীয় ব্যাটার শুভমান গিল সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন। বাবরকে টপকে যে কোনো সময় এক নম্বরে উঠে যাওয়ার পথটা খোলাই ছিল গিলের জন্য। অবশেষে শীর্ষে উঠলেন গিল।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন তরুণ ভারতীয় ব্যাটার গিল। তার রেটিং পয়েন্ট এখন ৮৩০। দুইয়ে নেমে যাওয়া বাবরের পয়েন্ট ৮২৪। গত সপ্তাহে বাবরের রেটিং পয়েন্ট ছিল ৮১৮, গিলের ৮১৬।
চলতি বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার কুইন্টন ডি কক। নিজের শেষ বিশ্বকাপ রাঙিয়ে চলেছেন রানের ফুলঝুরি ছুটিয়ে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ডি কক আছেন তিন নম্বরে। তার রেটিং পয়েন্ট ৭৭১। চার ও পাঁচে আছেন যথাক্রমে বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার।
বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ। ৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বিদের চেয়ে বেশ এগিয়ে আছেন তিনি। দুইয়ে থাকা প্রোটিয়া বোলার কেশব মহারাজের পয়েন্ট ৬৯৪।
অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৩২৭। দুইয়ে থাকা মোহাম্মদ নবীর পয়েন্ট ২৯০।