বিজয়কে নিয়ে আশরাফুলের শঙ্কা
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে এখনও এক ম্যাচ বাকি বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে সাকিবকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি। সাকিবের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে।
আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি সাপেক্ষে দলে সুযোগ পান বিজয়। জাতীয় দলের হয়ে সর্বশেষ গত সেপ্টেম্বরে এশিয়া কাপে খেলেছিলেন তিনি। যদিও, ভারতের বিপক্ষে সেই ম্যাচে ১১ বলে চার রানের বেশি করতে পারেননি। এ ছাড়া, বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আগে বিজয় ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগের হয়ে চারদিনের ম্যাচ খেলছিলেন।
এক ম্যাচের জন্য দলে ডাক পাওয়া বিজয় যদি একাদশে সুযোগ পায়, ভালো করতে পারবেন কি না তা নিয়ে সন্দিহান সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হন আশরাফুল। সেখানে বিজয়কে নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি।
আশরাফুল বলেন, ‘এখন বিজয় এসেছে চার দিনের ক্রিকেট থেকে। সে যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেও, আমি সন্দিহান সে কতটা পারফর্ম্যান্স করতে পারবে। কারণ, অসিদের যে বোলিং, ওই ধরনের কোয়ালিটি বোলিং খেলে আসেনি। তা ছাড়া, টেস্ট হচ্ছে ছেড়ে ছেড়ে খেলার বিষয়। তাকে খেলতে হবে ওয়ানডে।’
আগামী ১১ নভেম্বর এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।