নারী ফুটবলে আজ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর। আজ শুক্রবার (১ ডিসেম্বর) মাঠে গড়াবে দুই ম্যাচের প্রথমটি। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটির তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শক্তি-সামর্থ্যে দুই দলের ব্যবধান খুব বেশি নয়। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪২, সিঙ্গাপুরের ১৩০। কিন্তু, বাংলাদেশ পিছিয়ে থাকবে নিয়মিত খেলার জায়গাটায়। সিঙ্গাপুরের নারী ফুটবল লিগ নিয়মিত অনুষ্ঠিত হয়। খেলার মধ্যে থাকে মেয়েরা। যেখানে বাংলাদেশের মেয়েদের লিগ তো হচ্ছেই না ঠিকভাবে, পাচ্ছে না আন্তর্জাতিক ম্যাচও। স্বাগতিক হলেও এখানটায় পিছিয়ে থাকবে সাবিনা-সানজিদারা।
ম্যাচের আগে সিঙ্গাপুর ফুটবল দলের কোচ করিম বেনশেরিফ বলেন, ’বাংলাদেশ যথেষ্ট ভালো দল। ওরা ফুটবলে দারুন উন্নতি করছে। তবে, আমাদের (সিঙ্গাপুর) মেয়েরা নিজেদের নতুনভাবে গড়ে তুলছে। বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ নিজেদের ঝালিয়ে নিতে কাজে দেবে।’
বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘বাংলাদেশের মেয়েদের চেয়ে ওরা শারীরিকভাবে এগিয়ে থাকবে। মাঠের খেলায় আমি মনে করি, দুদলই সমানে-সমান। আমাদের দলে অভিজ্ঞ কয়েকজন ফুটবলার আছেন। ওরা ম্যাচে ভালো করবে বলেই প্রত্যাশা রাখি। আর সিঙ্গাপুরের সঙ্গে আগে খেলার অভিজ্ঞতা কাজে দেবে ম্যাচগুলোতে।’