মেয়েদের আইপিএলে দুই বাংলাদেশি ক্রিকেটার
বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের বাজার এখন রমরমা। শুধু ক্রিকেটের উন্নতিতেই নয়, আছে কাঁড়ি কাঁড়ি অর্থের ঝনঝনানিও। তবে নারীদের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো এখনো সেভাবে আগ্রহ তৈরি করতে পারেনি। সেই চেষ্টাই করে যাচ্ছে বিসিসিআই। আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর।
টুর্নামেন্টের নিলাম হবে আগামী ৯ ডিসেম্বর। যে নিলামের ড্রাফটে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রাবেয়া খান ও মারুফা আক্তার। আজ শনিবার (২ ডিসেম্বর) নিলামের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। দারুণ ছন্দে থাকা এই দুই ক্রিকেটার এবার ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন। নিলামে মারুফা ও রাবেয়ার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ টাকা।
চলতি বছরই প্রথমবার মেয়েদের আইপিএল চালু করে ভারত। প্রথম আসরে বাংলাদেশের ৯ জন নারী ক্রিকেটার নিলামে নাম লেখালেও সুযোগ পেয়েছিলেন মাত্র তিন জন। তবে চূড়ান্ত নিলামে থাকলেও জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তারদের সুযোগ হয়নি টুর্নামেন্টে অংশ নেওয়ার। কোনো দলই তাদের কিনতে আগ্রহ দেখায়নি। এই টুর্নামেন্টের প্রথম আসরে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা জিতেছিল। ফাইনালে তারা হারিয়েছিল সাবেক অজি অধিনায়ক মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে।