আইপিএল থেকে সরে দাঁড়ালেন আর্চার
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ইংলিশ তারকা পেসার জফরা আর্চারের। আন্তর্জাতিক ক্রিকেটে উড়ন্ত শুরুর পরই যেন খেই হারিয়েছেন ডানহাতি এই পেসার। গত তিন বছর ধরে একের পর একের চোটের কারণে তার ক্যারিয়ার এখন হুমকির মুখে। তাইতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আর্চারকে খেলিয়ে ঝুঁকি নিতে নারাজ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চলতি বছর ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন আর্চার। কিন্তু, মুম্বাইয়ে অনুশীলনের সময় আবার কনুইয়ে ব্যথা পান তিনি। ফলে দেশে ফিরে যান আর্চার। তারপরেই ২০২৫ সাল পর্যন্ত ইংল্যান্ড বোর্ডের চুক্তিতে সই করেন তিনি। তাকে বোর্ড নির্দেশ দিয়েছে, এই পরিস্থিতিতে যেন কোনোভাবেই আইপিএলে তিনি না খেলেন।
গত মে মাসের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ফেরানোর পরিকল্পনা রয়েছে ইসিবির। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে দুই মাসের বেশি সময় ধরে চলবে আইপিএল। বিশ্বকাপের আগে আর্চারকে সেখানে না পাঠিয়ে, তার দেখভাল নিজেদের তত্ত্বাবধানে রেখে করতে চায় ইংলিশ বোর্ড।
গত ২৬ নভেম্বর আইপিএলের আগামী আসরের জন্য ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে দেখা যায়, আট কোটি ভারতীয় রুপি খরচ করে দলে নেওয়া আর্চারকে মুম্বাই ইন্ডিয়ান্স আর ধরে রাখেনি। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় আইপিএলের নিলামে হাজারের বেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন। সেখানে ইংল্যান্ডের ৩৪ জন ক্রিকেটার থাকলেও পাওয়া যায়নি আর্চারকে।