দেশের হয়ে খেলতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে সাকিবের ‘না’
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। খেলেছেন প্রায় সবগুলো নামিদামি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আইপিএল, পিএসএল, সিপিএল, এলপিএল—নামগুলো বেশ ভারী। ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগগুলো ছাড়াও সাকিব খেলেছেন কাউন্টি ক্রিকেট। তবে, এবার সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নেবেন বলে জানান তিনি। জাতীয় দলকে বাড়তি সময় দিতেই এমন সিদ্ধান্ত সাকিবের।
আগামী বছর অনুষ্ঠেয় আইপিএলের নিলামে নাম দেননি সাকিব। ম্যানেজারকে বলে পিএসএল থেকেও সরিয়ে নিয়েছেন নিজেকে। এতে অবাক হয়েছে সবাই। বিষয়টি সাকিব নিজেই খোলাসা করলেন। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে দেশটির আওয়ামী লীগের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিব।
সেই অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আগামী আইপিএল খেলব না। ম্যানেজারকে বলেছি পিএসএল থেকেও নাম সরিয়ে নিতে। সামনের দিনগুলোতে দেশের হয়ে বেশি বেশি খেলতে চাই। জাতীয় দলকে সময় দিতে চাই। আগে যে ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে খেলতাম, এখন হয়তো সেগুলো স্যাক্রিফাইস করব।’
আঙ্গুলের চোটের কারণে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে সাকিব। আগামী ১৭ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। কিউইদের মাটিতে হওয়া সিরিজটি দিয়ে ফেরার প্রত্যাশা করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু, চোট পুরোপুরি সেরে না ওঠায় দলের সঙ্গে যেতে পারেননি তিনি।