আইপিএলের চূড়ান্ত নিলামে তিন বাংলাদেশি
আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। এর আগে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) নিলামে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। চূড়ান্ত নিলামে জায়গা পাওয়া ৩৩৩ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে তারা।
নিলামে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি তারকা। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম আছে চূড়ান্ত তালিকায়। যার মধ্যে কেবল মুস্তাফিজেরই রয়েছে আইপিএল খেলার অভিজ্ঞতা। এর আগে প্রাথমিক নিলামে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। শেষ পর্যন্ত বাদ পড়েছেন মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
তালিকায় জায়গা পাওয়া তিন বাংলাদেশির মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ধরা হয়েছে মুস্তাফিজের। আইপিএলে খেলা অভিজ্ঞ এই পেসারের প্রাথমিক ভিত্তিমূল্য দুই কোটি রুপি। তাসকিনের ৭৫ লাখ ও শরিফুলের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।
সর্বশেষ আইপিএলে খেলেছিলেন তিন বাংলাদেশি তারকা। মুস্তাফিজের পাশাপাশি ছিলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। এবার সাকিব নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। লিটনকে রাখাই হয়নি তালিকায়।
প্রথমবারের মতো আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ভারতের বাইরে। এবারের নিলাম হবে দুবাইয়ে।