সাকিবই এখনও বাংলাদেশের অধিনায়ক
চোট ও নির্বাচনি ব্যস্ততা, দুটি মিলে মাঠের বাইরে সাকিব আল হাসান। আগামী ১৭ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। কিউইদের মাটিতে হওয়া সিরিজটি দিয়ে ফেরার প্রত্যাশা করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু, আঙুলের চোট পুরোপুরি সেরে না ওঠায় দলের সঙ্গে যেতে পারেননি তিনি।
সাকিবের পরিবর্তে এই সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজেও অধিনায়ক ছিলেন তিনি। তবে, শান্ত নিয়মিত অধিনায়ক নয়। সাকিব ফিরলে তিনিই পালন করবেন দায়িত্ব। এমনটিই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিশ্চিত করেন বিষয়টি। তিনি জানান, তিন ফরম্যাটে সাকিবই এখনও বাংলাদেশ দলের অধিনায়ক। শান্ত কেবল নিউজিল্যান্ড সিরিজেই দায়িত্বে আছেন।
জালাল ইউনুস বলেন, ‘এখনও তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক সাকিব। তার অনুপস্থিতিতে শান্ত দায়িত্ব পালন করছে। তাকে কেবল দুটি সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছে। সাকিব ফিরলে আবারও সে-ই অধিনায়কত্ব পালন করবে।’
সামনেই জাতীয় নির্বাচন। নির্বাচনি ব্যস্ততায় আছেন সাকিব। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। নির্বাচনের পরই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চোট থেকে সেরে উঠলে বিপিএলে অংশ নেবেন সাকিব। তবে, দেশের এই ঘরোয়া লিগ খেললেও দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে আর অংশ নেবেন না বলে জানিয়েছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।