ফিফা বর্ষসেরার লড়াইয়ে মেসির সঙ্গী এমবাপ্পে-হলান্ড
ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে জায়গা পেয়েছেন ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় ফিফা। লন্ডনে আগামী ১৫ জানুয়ারি ২০২৩ সালের ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এবারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এর জন্য ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।
গত সেপ্টেম্বরে মোট ১২ জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত করেছিল ফিফা। এই সংক্ষিপ্ত তালিকা থেকে তিনজন ফাইনালিস্টকে বেছে নেওয়া হয়েছে ফিফা সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, জাতীয় দলের অধিনায়ক, ফুটবল সাংবাদিক এবং ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থকদের দেওয়া ভোটে।
গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে ম্যানচেস্টার সিটির গোল মেশিন হালান্ডের। ঘরোয়া এবং ইউরোপীয় প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য এই ফরোয়ার্ড জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ ট্রফি। প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জেতাতে রেখেছেন কার্যকরী ভূমিকা।
৩৬ বছর বয়সেও বিশ্বব্যাপী দর্শকদের মন্ত্রমুগ্ধ করে চলেছেন মেসি। কাতার বিশ্বকাপ জিতে ফেরার পর পিএসজির লিগ শিরোপা জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। গত জুলাইয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে যোগ দিয়েছেন মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে। যোগ দিয়েই ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা জয়ে রাখেন মুখ্য ভূমিকা। সেখানেও গোলের পর গোল করে জিতে নিয়েছেন লিগস কাপ।
২০২২ বিশ্বকাপ ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই পিএসজির হয়ে শুরু করেন এমবাপ্পে। লিগ ওয়ানে স্ত্রাসবুরের বিপক্ষে ৯০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয়ে অবদান রাখেন। তার নৈপুণ্যেই ১১ বছরের মধ্যে অষ্টম লিগ ওয়ান শিরোপা ঘরে তোলে পিএসজি।
এর আগে ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। তাতে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমোনে ইনজাগি ও নাপোলির লুসিয়ানো স্পালেত্তি।