ইতিহাস গড়ে ২৭ কোটিতে কামিন্সকে নিল হায়দরাবাদ
প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই তারকাকে নিয়ে যে আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাড়াকাড়ি হবে, তা তো অনেকটাই প্রত্যাশিত ছিল। হয়েছেও তাই, আইপিএলের ২০২৪ আসরের মিনি নিলামে রেকর্ড ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার বনে গেলেন তিনি।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলে মেগা নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি টাকা) দলে নেয় হায়দরাবাদ। যা বাংলা টাকায় প্রায় ২৭ কোটি টাকার বেশি। অসি অধিনায়ক প্যাট কামিন্সের জন্য শুরুতেই ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস ও নীতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স। মাঝে ঢুকে পড়ে আরসিবি ও হায়দরাবাদ। অবশেষে ২০.৫ কোটিতে কামিন্সকে কিনল হায়দরাবাদ।
আইপিএলে এতদিন সবচেয়ে দামি প্লেয়ার ছিলেন স্যাম কারান। ২০২৩ আসরে ১৮.৫ কোটিতে তাকে কিনেছিল পাঞ্জাব কিংস। সব রেকর্ড চুরমার করে দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শুধু কামিন্স নন, বিশ্বকাপজয়ী আরেক ক্রিকেটার ট্রাভিস হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে নিয়েছে হায়দরাবাদ। তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস। তবে নিলামের লড়াইয়ে শেষমেশ হায়দরাবাদ শেষ হাসি হাসে।
চোটের কারণে বিশ্বকাপের শুরুতে ট্রাভিস হেডের সার্ভিস পাওয়া যাবে না। এটা জেনেও তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখে অস্ট্রেলিয়া। এতেই বাজিমাত, বিশ্বকাপ ফাইনালে তার অনবদ্য শতকেই ভারতে স্তব্ধ করে ষষ্ঠ শিরোপা জেতে অসিরা। ফাইনালের সেই মহাকাব্যিক ইনিংসেই এবার আইপিএলে দল পেলেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
এছাড়াও ক্যারিবীয় তারকা রোভম্যান পাওয়েলকে ৭ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। এর আগে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছেন এই ডানহাতি অলরাউন্ডার।