আইপিএলের যেখানে মিলেছেন স্টার্ক-কামিন্স
অস্ট্রেলিয়ার ২০২৩ বিশ্বকাপ জয়ে বড় অবদান আছে দুজনেরই। অধিনায়ক প্যাট কামিন্স নিজেও একজন পেসার। নতুন বলে শুরুটা করেন আরেক পেসার মিচেল স্টার্কের সঙ্গে। দুই গতি তারকা এবার মিলেছেন আরেক জায়গায়। যেখানে তারা ছাড়া নেই আর কেউ।
দুবাইয়ে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। দুই অসি তারকা স্টার্ক ও কামিন্স এখানেই মিলেছেন এক মোহনায়। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি দুই ক্রিকেটার এখন এই দুজন।
প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দেয় সানরাইজার্স হায়দরাবাদ। কামিন্স বনে যান বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগের সবচেয়ে দামি খেলোয়াড়। পেছনে ফেলেন গতবার ১৮ কোটি ৫০ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে যোগ দেওয়া স্যাম কারানকে।
কামিন্সের রেকর্ডটা অবশ্য বেশিক্ষণ থাকেনি। তাকে পেছনে ফেলেন তারই স্বদেশি স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন অসি পেস তারকা স্টার্ক।
দুই কোটি ভিত্তিমূল্যের স্টার্ককে নিয়ে দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে দীর্ঘ একটা লড়াই চলে। দাম যখন ৯ কোটি ৮০ লাখ রুপিতে ওঠে, তখন কলকাতা নিজেদের উপস্থিতি জানান দেয়। নিলাম টেবিলে তখন গুজরাটও অংশ নেয়। শেষ পর্যন্ত আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নেয় কলকাতা।