আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার যারা
বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। অর্থের ঝনঝনানিতে ক্রিকেটের চিত্রটাই বদলে দিয়েছে ভারতের এই ঘরোয়া ক্রিকেট লিগ। আগামী আসরের মিনি নিলাম গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হয়। ঘণ্টা দুইয়ের ব্যবধানে দুই অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ভেঙে দেন মক ইতিহাস। সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় সবাইকে পেছনে ফেলেন দুই অসি সতীর্থ। এই দুজনসহ আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি পাঁচ ক্রিকেটার কারা, চলুন জেনে আসা যাক।
মিচেল স্টার্ক
দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এতে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হন অসি এই পেস তারকা। দুই কোটি ভিত্তিমূল্যের স্টার্ককে নিয়ে দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে দীর্ঘ একটা লড়াই চলে। দাম যখন ৯ কোটি ৮০ লাখ রুপিতে ওঠে, তখন কলকাতা নিজেদের উপস্থিতি জানান দেয়। নিলাম টেবিলে তখন গুজরাটও অংশ নেয়। শেষ পর্যন্ত আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নেয় কলকাতা।
প্যাট কামিন্স
এর আগে ২০ কোটি ৫০ লাখ প্যাট কামিন্সকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। অসি অধিনায়কের জন্য শুরুতে ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। মাঝে ঢুকে পড়ে রয্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও হায়দরাবাদ। শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে দলে নেয় হায়দরাবাদ।
স্যাম কারান
স্টার্ক ও কামিন্সের আগে আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা ছিল স্যাম কারানের গায়ে। গত আসরে ইংলিশ এই ক্রিকেটারকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস। এত দাম দিয়ে তাকে কেনাটা অমূলক ছিল না। আইপিএল শুরুর আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্টসেরা হয়ে নিলামে এসেছিলেন কারান।
ক্যামেরন গ্রিন
তালিকায় চতুর্থ নামটাও এক অস্ট্রেলিয়ান তারকার। অসি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে গত আসরে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে নিজেদের দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামে তাকে পেতে মুম্বাইকে লড়তে হয়েছিল দিল্লির সঙ্গে।
বেন স্টাকস
গত আসরেই সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় তিনে ছিলেন ইংলিশ তারকা বেন স্টোকস। সবমিলিয়ে আইপিএলের ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ দামি ক্রিকেটার তিনি। গতবার ১৬ কোটি ২৫ লাখ রুপিতে স্টোকসকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। যদিও, চোটের কারণে এবার আসর শুরুর আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার।