স্টার্ক-কামিন্সের চড়া দামে অসন্তুষ্ট আকাশ চোপড়া
আগামী আইপিএলের আগে আলোচনায় দুই অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি দুই ক্রিকেটার এখন স্টার্ক ও কামিন্স। গত ১৯ ডিসেম্বর হওয়া নিলামে কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
এত অর্থ দিয়ে বিদেশি ক্রিকেটারদের কিনে নেওয়াকে মেনে নিতে পারছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিদেশিদের এমন চড়া দামে অসন্তোষ প্রকাশ করেছেন আকাশ। তার মতে, ভারতের ঘরোয়া লিগে বিদেশিদের এত দাম হওয়া উচিত নয়।
আকাশ চোপড়া বলেন, ’এটি ভারতের ঘরোয়া লিগ। এখানে আমাদের খেলোয়াড়দের মূল্য বেশি হওয়া উচিত। এত দাম দিয়ে বিদেশি খেলোয়াড় কেনার মানে নেই। স্টার্ক-কামিন্সের দাম যদি ২০ কোটি রুপির ওপর হয়, তাহলে কোহলির হওয়া উচিত ৪২ কোটি, বুমরাহর ৩৫ কোটি। ধোনি-রোহিতের বেলাতেও অনেক দাম হওয়া উচিত।’
আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন স্টার্ক। অসি এই পেসারকে নিয়ে চারিদিকে চর্চা হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক। স্টার্কের মূল্যের ওপর ভিত্তি করে ছোট একটি পরিসংখ্যান দেওয়া যাক। তিনি যদি আগামী আসরে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খেলেন এবং প্রতি ম্যাচেই চার ওভারের বোলিং কোটা পূর্ণ করেন, তাহলে ডেলিভারি প্রতি তিনি পাবেন প্রায় সাত লাখ ৩৬ হাজার রুপি।