বিশ্বকাপের পর এবার আইপিএলে অনিশ্চিত পান্ডিয়া
কদিন আগেই আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের দায়িত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে সবাইকে চমকে দিয়েছিল। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। যদিও চোট কাটিয়ে পান্ডিয়ার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আগামী মার্চে ভারতে মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর। টুর্নামেন্টের আগে চোট কাটিয়ে পান্ডিয়ার ফেরা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেক্ষেত্রে আবারও দলের অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। তবে, রোহিত ফের দায়িত্ব নেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। ২০২১ সালের আগ পর্যন্ত সব নিলামে দলে থাকলেও ২০২২ সালের মেগা নিলামের আগে হার্দিককে ছেড়ে দেয় মুম্বাই। সেই সুযোগ কাজে লাগিয়ে সরাসরি চুক্তিতে হার্দিককে দলে নিয়েছিল গুজরাট। শেষ দুই মৌসুমে দুইবার ফাইনাল খেলে একবার শিরোপাও জিতেছিল দলটি। এর আগে, এই চোটের কারণে ভারত বিশ্বকাপের বেশকটি ম্যাচে খেলা হয়নি পান্ডিয়ার।
মুম্বাই ইন্ডিয়ান্সে পান্ডিয়ার সঙ্গে এবার যুক্ত হয়েছে সূর্যকুমার যাদবের চোট। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটারের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। ধারণা করা হচ্ছে অন্তত সাত সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন তিনি।