অসি দর্শকদের ব্যায়াম করালেন হাসান আলি
মেলবোর্নে চলছে অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে অসিরা এগিয়ে আছে ২৪১ রানে। টেস্টের তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অভিনব এক দৃশ্য দেখল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। পাকিস্তানি পেসার হাসান আলি যে দৃশ্যের নায়ক।
ক্রিকেটকে সবসময়ই বলা হয় ভদ্রলোকের খেলা। দর্শকরাও তারকাদের কাছাকাছি আসার চেষ্টা করেন। বিশেষত, বাউন্ডারি লাইনে দাঁড়ানো ফিল্ডারদের মনযোগ পেতে চেষ্টা করেন ভক্তরা। অধিকাংশ সময় তারকারাও সায় দেন।
এবার যেমন মেলবোর্ন টেস্টে হাসান আলি দিলেন। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আছেন, এমন সময় তাকে দেখা যায় দর্শদের সঙ্গে নিয়ে নাচের মুদ্রা তুলতে। এমনকি এক ঝাঁক দর্শক তার পেছনে দাঁড়িয়ে ডানে-বামে হাত নাড়াচ্ছে। যেন ব্যায়ামের ক্লাসে শিক্ষক ব্যায়াম করাচ্ছেন আর শিষ্যরা তাকে অনুসরণ করছেন!
এই মজার ও প্রাণবন্ত মুহূর্তের ভিডিও নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন অসাধারণ মুহূর্ত তো রোজ রোজ আসে না।