র্যাঙ্কিংয়ে আরও পতন সাকিবের
চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ চূড়ান্ত ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও। চোটের কারণে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেই তিনি। খেলেননি দেশের মাটিতে হওয়া টেস্ট সিরিজেও।
এসবের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে দেখা গেছে বোলারদের তালিকায় তিন ধাপ পিছিয়েছেন সাকিব। ২৩ নম্বর থেকে তিনি এখন নেমে গেছেন ২৬-এ। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৬১। ব্যাটিংয়ে অবশ্য ৫৫৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন আগের ৪৫তম অবস্থানেই। অলরাউন্ডারের তালিকায় যথারীতি শীর্ষেই সাকিব। এর আগে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়েও এক ধাপ পিছিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ওয়ানডে বিশ্বকাপের পর কেটেছে প্রায় দেড়মাস। সাকিব মাঠের ক্রিকেটে ফেরেননি এখনও। তিনি বর্তমানে ব্যস্ত আছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। এই ব্যস্ততার ফাঁকে কদিন আগে সাকিব জানালেন তার বিশ্বকাপ ব্যর্থতার কারণ।
ক্রিকবাজকে সাকিব বলেন, ‘এটি এক বা দুই ম্যাচে হয়নি। পুরো বিশ্বকাপজুড়ে আমি চোখের সমস্যায় ভুগেছি। বলতে গেলে আমি এক চোখ নিয়ে খেলেছি। ব্যাটিং করার সময় অনেক সমস্যা হতো আমার। চোখ দিয়ে পানি পড়ত।’
যদিও, এটিকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাননি সাকিব।