হ্যামস্ট্রিং চোটে পুনর্বাসনে লিটন
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। নেপিয়ারে গত ২৭ ডিসেম্বর সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন ওপেনার লিটন দাস। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ ধরে রাখেন তিনি। লিটনের ৩৬ বলে অপরাজিত ৪২ রান গড়ে দিয়েছে বাংলাদেশের জয়ের পথ।
সেই ম্যাচে ব্যাট করার সময় পায়ের পেশিতে চোট পান লিটন। চোট নিয়েই চালিয়ে যান নিজের ব্যাটিং। ম্যাচের পর তার এমআরআই করানো হয়। যে কারণে দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) দলে নেই তিনি। ম্যাচ চলাকালীন হাতে এসেছে লিটনের এমআরআই রিপোর্ট।
রিপোর্টে দেখা দেখা যায়, ডান পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে। তবে, সেটি গুরুতর নয়। তাকে পাঠানো হয়েছে পুনর্বাসনে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও কিয়েরন থমাস। তৃতীয় ম্যাচে লিটন খেলবেন কি না সেটি অবশ্য জানানো হয়নি।
একই দিন পাওয়া গেছে সৌম্য সরকারের এক্স-রে রিপোর্টও। প্রথম ম্যাচে ক্যাচ নিতে গিয়ে ডান হাতে চোট পান তিনি। যদিও, কোনো ক্ষতি হয়নি তার।