ওয়ানডের বর্ষসেরা দলে সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। সম্প্রতি নির্বাচনি প্রচারণায় ক্রিকেটের বাইরে তিনি। বিশ্বকাপেও করতে পারেননি আশানুরূপ পারফরম্যান্স। এমনকি পিছিয়েছেন ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়েও। তবু, এখনও অলরাউন্ডারের তালিকায় সাকিবই সবার শীর্ষে।
এবার সাকিব জায়গা পেলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়ার একাদশে। ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ গঠন করেছেন আকাশ। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তিনি এই একাদশ ঘোষণা করেন।
আকাশের একাদশে জায়গা পাওয়া ১১ জনের মধ্যে ছয়জনই ভারতীয় ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার আছেন দুজন। বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের আছেন একজন করে। একমাত্র বাংলাদেশি সাকিব।
এই ক্রিকেট বিশেষজ্ঞের দলে অধিনায়ক হিসেবে আছেন রোহিত শর্মা। বাকি পাঁচ ভারতীয় হলেন— শুভমান গিল, বিরাট কোহলি, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার দুজন হলেন— মার্কো জ্যানসেন ও জেরাল্ড কোয়েৎজে। বাংলাদেশের সাকিব ছাড়া বাকি দুজন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও নিউজিল্য ন্ডের ডেরিল মিচেল।
সাকিবকে নেওয়া প্রসঙ্গে আকাশ বলেন, ‘হতে পারে সাকিবের বছরটি ভালো কাটেনি। কিন্তু, এখনও তার রান ও উইকেটের মূল্য আছে। তার ব্যাটিং ও বোলিং উভয় গড়ই দারুণ। সে বিশ্বসেরা অলরাউন্ডার।’