বিশ্রাম ইস্যুতে আফ্রিদির কঠোর সমালোচনায় সাবেক ক্রিকেটাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে পাকিস্তানের। সিডনিতে হোয়াইওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে কি না বিশ্রামে আছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তার এমন সিদ্ধান্তে নাখোশ পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস।
আজ বুধবার (৩ জানুয়ারি) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন আফ্রিদি। তবে সিডনি টেস্টের আগে হুট করে বিশ্রাম নেওয়ায় আফ্রিদির কড়া সমালোচনা করতেও ছাড়েননি এই সাবেক দুই পেসার।
আফ্রিদি প্রসঙ্গে ওয়াসিম আকরাম বলেন,‘এই সিরিজের পর সরাসরি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে এবং শাহিন সেখানে অধিনায়ক। আমার মতে টি-টোয়েন্টি ক্রিকেটকে গুরুত্ব দেওয়া মানে ক্যারিয়ার নয় অর্থ উপার্জনকে প্রাধান্য দেওয়া। কিন্তু ক্রিকেটারদের এটা জানা উচিত যে, টেস্ট ক্রিকেটই আসল।’
অন্যদিকে, ওয়াকার ইউনুস বলেন, ‘এটি সত্যিই আমাকে আঘাত করেছে। কারণ আমি আশা করছিলাম, সে এই টেস্টের অংশ হবে। কারণ, আগের ম্যাচে তাকে দারুণ ছন্দে দেখা গেছে। সুইংয়ের পাশাপাশি বোলিংয়ে ভালো পেস ছিল।’
চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি। মূলত, ঠাসা শিডিউলের কথা বিবেচনায় নিয়েই সিডনি টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন এই বাঁহাতি পেসার।