সাকিবের নির্বাচনি প্রচারণায় জাতীয় দলের ক্রিকেটাররা
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিজের নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন জোরেশোরে। সেই প্রচারণায় এবার অংশ নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডে দারুণ একটি সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ। সেই সফরে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন সৌম্য সরকার। দেশে ফিরেই মাগুরায় ছুটলেন সৌম্য। অংশ নিয়েছেন সাকিবের নির্বাচনি প্রচারণায়। বিভিন্ন দোকানে ঘুরে বিতরণ করলেন লিফলেট। কিউই সিরিজে বাংলাদেশ দলে ছিলেন রনি তালুকদার। তিনিও অংশ নিয়েছেন প্রচারণায়। নিউজিল্যান্ডে যাওয়ার আগেও সাকিবের ভ্যানগার্ড হিসেবে দেখা গিয়েছিল রনিকে।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান। খেলার মাঠে না থাকলেও রাজনীতির ময়দানে আছেন সাকিবের সঙ্গে। তাকেও দেখা গিয়েছে বিভিন্ন দোকানে ঘুরে লিফলেট বিতরণ করতে এবং সাকিবের জন্য ভোট চাইতে।
এ ছাড়া, জাতীয় দলের হয়ে খেলা নাজমুল অপু, রুবেল হোসেনরাও সাকিবের জন্য ভোট চাইছেন। মাঠের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডারকে মাগুরা-১ আসনের নেতৃত্বে আনতেই তারকাদের এমন তোড়জোড়।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রথমবারের মতো সংসদ সদস্য হতে নির্বাচনে অংশ নিচ্ছেন সাকিব।