নাসেরের চোখে টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে যারা
মাসখানেক আগেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ওডিআইয়ের পর চলতি বছরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এখনও মাস ছয়েক সময় বাকি থাকলেও, কারা খেলবে এই মেগা আসরের ফাইনালে, তা জানিয়ে দিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার নাসের হুসেইন।
গতকাল বুধবার (৩ জানুয়ারি) এক সাক্ষাৎকারে টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করার পাশাপাশি টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কে হবেন, তা নিয়েও কথা বলেন তিনি।
এই বিষয়ে নাসের হুসেইন বলেন,‘আমি এটা নিয়ে খুব বেশি ভাবিনি। তবে দক্ষিণ আফ্রিকাকে আমি এগিয়ে রাখছি। আমি মনে করি, ওদের এসএ-২০ সত্যিই কিছু খেলোয়াড়কে তুলে এনেছে, যেটা তাদের দলে গভীরতা এনেছে, মান বাড়িয়েছে এবং প্রতিভা যোগ করেছে। আমি জানি না আনরিখ নরকিয়ার চোটের কী অবস্থা, যাকে ওয়ানডে বিশ্বকাপের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা মিস করেছিল। নরকিয়া যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ ফিট থাকে এবং দলটির যে বৈচিত্র্যময় ব্যাটিং লাইন আছে, সব মিলিয়ে আমি দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে দেখছি।’
দক্ষিণ আফ্রিকার সঙ্গে আর কোন দল ফাইনালে উঠতে পারে, সেই প্রশ্নে নিজের দেশকে বেছে নিয়ে নাসের বলেন, ‘ইংল্যান্ড টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন, যদিও সাম্প্রতিক সময়টা তাদের ভালো যাচ্ছে না। টুর্নামেন্টটা হবে ক্যারিবিয়ান অঞ্চলে। সুতরাং ওয়েস্ট ইন্ডিজেরও সম্ভাবনা আছে। এর বাইরে পাকিস্তানও ফাইনালে ওঠার মতো। কিন্তু সব দলকেই কি আমি বেছে নিতে পারব? আমি বেছে নিচ্ছি দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ফাইনাল।’
কে হবেন আসরসেরা? এমন প্রশ্নে ভারতের সূর্যকুমার যাদবকে বেছে নিয়েছেন নাসের। ডানহাতি এই ব্যাটার টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন।
সূর্যকুমার প্রসঙ্গে তিনি বলেন,‘এ মুহূর্তে টি-টোয়েন্টিতে সবার নজর সূর্যকুমারের দিকে। ওর নামের পাশে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি ট্যাগ আছে। তবে, সে কিছুটা খামখেয়ালিও। কারণ, পঞ্চাশ ওভারে ও জানে না কখন মারতে হয়, কখন মারতে হয় না। তবে টি-টোয়েন্টি ক্রিকেট সে খুব ভালোভাবেই জানে। প্রতিটি মুহূর্তে কী করতে হবে সে জানে। টি-টোয়েন্টি ক্রিকেট মজার খেলা। সূর্যকুমারের খেলা দেখাটা আনন্দের ব্যাপার।’
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। ২০ দলের অংশগ্রহণে হবে বৈশ্বিক এই আসরটি। ৪ জুন উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ৩০ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।