বিশ্বকাপে অভাবনীয় সাফল্য, অর্জুন পুরস্কার পেলেন শামি
ভারতের ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে সম্মাননার পুরস্কার হল 'খেলরত্ন'। আর দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননার পুরস্কার হচ্ছে 'অর্জুন'। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অভাবনীয় সাফল্যের সুবাদে এবার সেই সম্মানসূচক অর্জুন পুরস্কার পেলেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মানসূচক এই পুরস্কার নেন শামি। ১৯৬১ সালে অর্জুন পুরস্কার চালু হয়। যারা অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত হন তাদের একটি ব্রোঞ্জপদক, একটি মানপত্র ও ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেন ডানহাতি এই পেসার। দেশের মাটিতে ভারত বিশ্বকাপ জিততে না পারলেও, সাত ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান শামি। পাশাপাশি সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত উইকেট নিয়ে গড়েন বিশ্বরেকর্ড। যদিও শুরুর চার ম্যাচে তিনি একাদশেই সুযোগ পাননি।
পুরস্কার নেওয়ার পর শামি বলেন, ‘এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। আমি শুধু বলতে পারি স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল। আমার লক্ষ্য ফিট থাকা কারণ দুটি বড় টুর্নামেন্ট আসছে। এমনকি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজও আছে। আমি আমার দক্ষতা নিয়ে চিন্তিত নই।’
অর্জুন পুরস্কারের তালিকায় শামি ছাড়া আরও ২৬ জন ক্রীড়াবিদের হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।