ভারতের লিগে সুযোগ পেলেন সাবিনা খাতুন
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। নারী ফুটবলের অভিজ্ঞ এই তারকা ডাক পেলেন ভারতের কর্নাটকের ফুটবল লিগে। সেখানকার ক্লাব ক্লিকস্টার্ট এফসির হয়ে খেলবেন সাবিনা। তিন মাসের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ক্লাবটির হয়ে মাঠ মাতাবেন তিনি।
বাফুফে থেকে এনওসি পেয়ে ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছেন সাবিনা। সব ঠিকঠাক থাকলে আগামী ১৭ জানুয়ারি ক্লাবটির হয়ে প্রথম ম্যাচ খেলবেন এই তারকা। এর আগে ২০১৮ সালেও কর্নাটকের লিগে খেলেছিলেন তিনি। সেবার সেতু এফসির হয়ে খেলেন এই ফরোয়ার্ড। ১৭ জানুয়ারি সাবিনার প্রথম ম্যাচও সেতুর বিপক্ষে। সাবেক ক্লাবের বিপক্ষেই শুরু করবেন ছয় বছর পর কর্নাটক অভিযান।
এর আগে ২০২৩ সালে বাংলাদেশে নারীভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। মহা ধুমধামে টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন হলেও শেষ পর্যন্ত মাঠে আর গড়ায়নি সেই আসর। যাতে যারপরনাই হতাশ হন নারী ফুটবলাররা।
তবে, সীমাবদ্ধতার মধ্যেও দেশের ফুটবলে নারীরা এগিয়ে যাচ্ছে। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ ঘরে তোলা বাংলার নারীরা গত বছরেও ছিল দারুণ ঝলমলে। এবার সাবিনার ভারতে খেলতে যাওয়া নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে তরুণ ফুটবলারদের।