চোখের চিকিৎসা করাতে লন্ডনে সাকিব
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর। সাকিব আল হাসান খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। তার আগে আজ রোববার (১৪ জানুয়ারি) লন্ডনে যাচ্ছেন সাকিব। চোখের চিকিৎসা করাতে বিলেতে পাড়ি জমাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ জানিয়েছে, চোখের সমস্যায় অনেকদিন ধরেই ভুগছেন সাকিব। দেশে বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছেন। এর আগে ভারতেও ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় আজ লন্ডন যাচ্ছেন তিনি। চিকিৎসা শেষে বিপিএলের আগেই ফিরে আসবেন।
সাকিবের চোখের রেটিনায় সমস্যা দেখা দিয়েছে। যা নিয়ে ভুগেছেন বিশ্বকাপেও। এমনকি রংপুর রাইডার্সের অনুশীলনে তাকে চশমা ব্যবহার করতে দেখা গিয়েছে। সবমিলিয়ে তার এই লন্ডনযাত্রা।
এর আগে চোখের সমস্যা প্রসঙ্গে সাকিব বলেছিলেন, ‘পুরো বিশ্বকাপজুড়ে আমি চোখের সমস্যায় ভুগেছি। বলতে গেলে আমি এক চোখ নিয়ে খেলেছি। ব্যাটিং করার সময় অনেক সমস্যা হতো আমার। চোখ দিয়ে পানি পড়ত।’