বিপিএলে মাঠে নামার সময় জানালেন সাকিব
চোখের একটা সমস্যা নিয়ে কদিন ধরেই ভুগছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সমস্যা নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিতে চলতি সপ্তাহে লন্ডনে গিয়েছিলেন সাকিব। যার ফলে বিপিএলের শুরু থেকে রংপুরের জার্সিতে তার খেলা নিয়ে ছিল সংশয়। তবে, ভক্তদের জন্য সুখবর; বিপিএলের শুরু থেকেই খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গতকাল বুধবার (১৭ জানুয়ারি) রংপুর রাইডার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘সব ঠিক, ডাক্তারের চেক-আপ সম্পন্ন। এখন ফ্লাইট ব্যাক করব। আশা করি কোনো সমস্যা হবে না, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’
ভারতে গত অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের সময় চোখের সমস্যায় পড়েন সাকিব। সেখানে তিনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন বলে পরে জানা যায়। বিশ্বকাপের সময় বাম হাতের আঙুলে চিড় ধরে মাঠের বাইরে চলে যান সাকিব। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে কোন সিরিজেই ছিলেন না তিনি। এই সময়ে অবশ্য তাকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত দেখা গেছে। নির্বাচনী প্রথমবার অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই তারকা।
২০ জানুয়ারি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে সাকিবের রংপুর রাইডার্স। সাকিব দায়িত্ব নিতে আগ্রহ না দেখানোয় অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।