সাকিবের চোখের বর্তমান অবস্থা কী, জানাল বিসিবি
চোখের সমস্যায় বেশ বেগই পেতে হয়েছে সাকিব আল হাসানকে। অনেকদিন ধরেই সমস্যায় ভুগছেন সাকিব। দেশে বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছেন। এর আগে ভারতেও ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় লন্ডনেও গিয়েছিলেন তিনি। সর্বশেষ গিয়েছেন সিঙ্গাপুরে।
এবার সাকিবকে নিয়ে অবশ্য লম্বা সময় পর কিছুটা স্বস্তির খবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিঙ্গাপুরে ভালোভাবে চোখের চিকিৎসা করা হয়েছে সাকিবের। অস্ত্রোপচারের ভয় থাকলেও আপাতত লাগছে না সেটি। দেশে ফিরে যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী আজ বুধবার (২৪ জানুয়ারি) বলেন, ‘সাকিবের বাম চোখের রেটিনায় সমস্যা ধরা পড়েছে। আপাতত অস্ত্রোপচার লাগছে না। তবে, এটি থেকে সেরে উঠতে তার সময় লাগবে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। চিন্তা কিছুটা কমেছে।’
চোখের রেটিনায় সমস্যা নিয়ে বিশ্বকাপেও ভুগেছেন সাকিব। এমনকি রংপুর রাইডার্সের অনুশীলনে তাকে চশমা ব্যবহার করতে দেখা গিয়েছে। প্রথম ম্যাচেও অস্বস্তিতে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এর আগে চোখের সমস্যা প্রসঙ্গে সাকিব বলেছিলেন, ‘পুরো বিশ্বকাপজুড়ে আমি চোখের সমস্যায় ভুগেছি। বলতে গেলে আমি এক চোখ নিয়ে খেলেছি। ব্যাটিং করার সময় অনেক সমস্যা হতো আমার। চোখ দিয়ে পানি পড়ত।’