ভারতে সানজিদার মুখোমুখি হওয়ার অপেক্ষায় সাবিনা
বাংলাদেশ জাতীয় দলে তারা দুজন সতীর্থ। কাঁধে কাঁধ মিলিয়ে নারী ফুটবলকে এগিয়ে নিচ্ছেন সাবিনা খাতুন ও সানজিদা আক্তার। দেশের নারী ফুটবলের উজ্জ্বল দুই নক্ষত্র দেশ ছাপিয়ে খেলছেন দেশের বাইরেও। ভারতের নারী ফুটবল লিগে জায়গা পেয়েছেন দুজনই।
সাবিনা খেলছেন কিকস্টার্ট এফসির হয়ে। সানজিদা খেলবেন বিখ্যাত ইস্টবেঙ্গলের জার্সিতে। দেশের বাইরে এর আগে একাধিকবার সাবিনার খেলার অভিজ্ঞতা থাকলেও সানজিদার এবারই প্রথম। শুরুতেই ডাক পেয়েছেন ইস্টবেঙ্গলের মতো দলে।
ইস্টবেঙ্গলের পক্ষে খেলার উদ্দেশে গতকাল বুধবার (২৪ জানুয়ারি) দেশ ছাড়েন সানজিদা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভ্রমণের ছবি দিয়ে সানজিদা লেখেন, ‘এখন সময় উড়ে চলার।’
অন্যদিকে, প্রতিপক্ষ হিসেবে সতীর্থের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক সাবিনা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কাল সাবিনা লেখেন, ‘ভারতের ভিসা পাওয়ায় সানজিদাকে অভিনন্দন। দ্রুতই তোমার সঙ্গে মাঠে দেখা হবে। ইস্টবেঙ্গলের হয়ে নতুন এই যাত্রায় তোমার জন্য শুভকামনা। চলো, একসঙ্গে দেশকে গর্বিত করি।’
সীমাবদ্ধতার মধ্যেও দেশের ফুটবলে নারীরা এগিয়ে যাচ্ছে। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ ঘরে তোলা বাংলার নারীরা গত বছরেও ছিল দারুণ ঝলমলে। এবার সাবিনা-সানজিদাদের ভারতে খেলতে যাওয়া নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে তরুণ ফুটবলারদের।