সাকিবভক্তদের সংগঠন ‘ভয়েস অব সেভেন্টি ফাইভ’ পা রাখল দ্বিতীয় বর্ষে
মাঠ ও বাইরে সাকিব আল হাসানকে নিয়ে যত বিতর্কই হোক, তিনি সবসময়ই জনপ্রিয়। ভক্তদের কাছে সাকিব মানে ভিন্ন আবেদন। সাকিবে মত্ত ভক্তকূলের হাত ধরে বাংলাদেশে গড়ে উঠেছে অসংখ্য সংগঠন। যেখানে জড়ো হয়েছে নানা প্রান্তের সাকিবপ্রেমীরা। তেমনই একটি সংগঠন ‘ভয়েস অব সেভেন্টি ফাইভ।’
সংগঠনটি আজ পা দিয়েছে দ্বিতীয় বর্ষে। ২০২৩ সালের ৩১ জানুয়ারি সানাউল আজীম মেহেদীর হাত ধরে গড়ে ওঠে এই সংগঠন। যারা সাকিবের ভালো সময়ে যেমন তাকে প্রশংসায় ভাসান, খারাপ সময়ে গঠনমূলক সমালোচনায় পাশে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডারের।
ভয়েস অব সেভেন্টি ফাইভের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সংগঠনের সদস্যরা কেক কেটে উদযাপন করেছেন। ঢাকা, কুমিল্লা, নরসিংদী, ময়মনসিংহ, গোপালগঞ্জ, রাঙ্গামাটিসহ বেশ কয়েকটি জায়গায় ভক্তরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
সংগঠনটির অন্যতম সদস্য রিয়াদ হোসেন বলেন, ‘ভয়েস অফ সেভেন্টি ফাইভ আমাদের কাছে একটি পরিবার। আমরা সবসময় সাকিবের পাশে আছি। ভালো-খারাপ দুই সময়েই তাকে সমর্থন দিয়ে যাব, তার পক্ষে আওয়াজ তুলে যাব।’
এ ছাড়া, সংগঠনটিকে এক ভিডিওবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। শরিফুল বলেন, ‘ভয়েস অব সেভেন্টি ফাইভের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা। বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের সঙ্গে থাকুন। আগামীর জন্য শুভকামনা।’