একদিন আগেই একাদশ ঘোষণা ইংল্যান্ডের, অভিষেক হচ্ছে বশিরের
হায়দরাবাদ টেস্টে নাটকীয় হারে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে টিম ইন্ডিয়া। এর ওপর চোটের কারণে দ্বিতীয় টেস্টের দলে নেই দুই ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল। ভারত চাপে থাকলেও নির্ভার ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের ২৪ ঘণ্টা আগেই চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে ইংলিশরা। উইনিং কম্বিনেশন ভেঙেছে তারা।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশাখাপত্তমে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। প্রথম টেস্টে হাঁটুতে চোট পাওয়া জ্যাক লিচ আগেই ছিটকে গেছেন। এই বাঁহাতি স্পিনারের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা শোয়েব বশির। ভিসা জটিলতার কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি।
অন্যদিকে, পেসার মার্ক উডের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারেননি তিনি। ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা এই পেসারের একাদশে ফেরাটা বড় স্বস্তির। ক্যারিয়ারের ১৮৪তম টেস্ট খেলতে নামছেন এই ডানহাতি পেসার। এখন পর্যন্ত ৬৯০ উইকেট নেওয়া অ্যান্ডারসনের সামনে নতুন কীর্তি গড়ার হাতছানি। ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে এই কিংবদন্তি পেসার।
দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারেস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।