বিপিএলে শান্ত-লিটনদের অফফর্ম নিয়ে চিন্তিত নন সাকিব
বিপিএলে ব্যাট হাতে ছন্দে নেই জাতীয় দলের অন্যতম দুই তারকা লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। বিপিএলে এবার যেন রান করতে ভুলে গেছেন তারা। এই দুই ক্রিকেটার ছাড়াও রান না পাওয়াদের ভিড়ে আছেন আরও বেশ কয়েকজন। তবে বিপিএলে জাতীয় দলের তারকাদের এই অফফর্ম নিয়ে চিন্তিত নন তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান।
গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘স্বাভাবিকভাবে জাতীয় দলের ক্রিকেটাররা বেশি খেলতে খেলতে একটু রিল্যাক্স হয়ে যায়। এরকম একটা টুর্নামেন্টে হয়তো সময় নিচ্ছে। এখন থেকে বিল্ড-আপ করে বিশ্বকাপে গিয়ে হয়তো দল ভালো করবে। আমার কাছে মনে হয় না এটা নিয়ে হতাশ বা চিন্তিত হওয়ার কিছু আছে। আমি নিশ্চিত যারাই দলে থাকবে যার যার জায়গা থেকে ভালো করবে।’
এছাড়াও বিপিএলের পিচ প্রসঙ্গে সাকিব যোগ করেন, ‘বিপিএল কঠিন এক প্রতিযোগিতা। এবারের বিপিএলের পিচগুলোও আইডিয়াল না। গতবারের পিচ ও কন্ডিশন আমার কাছে মনে হয় দুটাই ভালো ছিল, অনেক রান হচ্ছিল, যেটা এবার হচ্ছে না।’
বিপিএল খেলতে পারলেও চোখের এই অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট খেলা যে কঠিন সাকিবের কথায় মিলেছে সেই আভাস। বিপিএলের পর পরই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ আছে বাংলাদেশের। এখনও তিন সংস্করণের অধিনায়ক থাকা সাকিব সেই সিরিজ খেলবেন কিনা, খেললেও অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে বোর্ডের সঙ্গে হবে তার আলোচনা।