দর্শকদের ‘ভুয়া ভুয়া’ ডাক প্রসঙ্গে মুখ খুললেন সাকিব
এমন দিন দেখতে হবে সাকিব আল হাসান হয়তো কল্পনায়ও ভাবেননি। মাঠে নেমে এখন নিয়মিতই দুয়োধ্বনি শুনতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। বিপিএলের ঢাকা পর্বের পর সিলেট পর্বেও দর্শক গ্যালারি থেকে ভুয়া-ভুয়া ডাক শুনতে হয়েছে তাকে। অবশেষে, বিষয়টি নিয়ে মুখ খুললেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেটে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দর্শকদের এমন দুয়োধ্বনি প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমি যখন ওদের ভুয়া-ভুয়া বললাম, ওরা সবাই খুশি হয়ে গেলো। তারপর সব দেখি আমার পক্ষে কথা বলছে। আমি বুঝলাম না ঘটনাটা কী (হাসি)।’
মাঠে যে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তা অকপটে স্বীকার করেছেন সাকিব। অলরাউন্ডার থেকে শুধু বোলারে পরিণত হওয়া নিয়ে তিনি বলেছেন, ‘জীবনে এই প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে আমার। তারা আমাকে দলে নিয়েছিল। অথচ আমি তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না।’
অবশ্য, সাকিবের সংবাদ সম্মেলনে রুমে আসার আগে সিলেটের প্রায় শূন্য হয়ে যাওয়া গ্যালারির একটা অংশ যেন প্রাণ ফিরে পায়। শব্দ ভেসে আসে শুধু একটাই, সাকিব… সাকিব…নাহ, সাকিব তাদের হতাশ করেননি। উল্টো নিজেই এগিয়ে যান গ্রিলের কাছে। শুরু হয় ভক্তদের সাথে হাত মেলানো থেকে শুরু করে ফ্রেমবন্দি হওয়ার জট।