বিশ্বমানের পর্যায়ে নিতে বিপিএলে পরিবর্তন প্রয়োজন : রিজওয়ান
প্রথমবার ২০১২ সালে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এক যুগ পেরিয়ে গেলেও এখনও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরকে বিশ্বমানের করে তুলতে পারেনি বিসিবি। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিপিএলের নানা ঘাটতি নজর এড়ায়নি বিদেশিদের। এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের নাম। বিপিএলকে বিশ্বমানের পর্যায়ে নিতে পরিবর্তনের পরামর্শ এই উইকেটরক্ষক ব্যাটারের।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিপিএল প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘সত্য কথা বলতে অন্যান্য লিগের সঙ্গে তুলনার আগে বিপিএলে বেশকিছু পরিবর্তন আনা প্রয়োজন। বিশ্বের প্রত্যেকটা জায়গায় ভিন্ন কন্ডিশন। আপনি দেখেন বিপিএল এশিয়ান কন্ডিশনে হচ্ছে। আপনি বিগব্যাশ কিংবা আইএল টি-টোয়েন্টিতে গেলে সেখানেও আপনাকে ভিন্ন কন্ডিশনের মুখোমুখি হতে হবে। তাই পিচ নিয়ে খুব একটা অভিযোগ আমার নেই। তবে, কী ধরনের পদক্ষেপ নিলে পিচকে আরও ভালো করা যায় ,সেটা আপনারা ভালো করেই জানেন।’
রিজওয়ান আরও যোগ করেন, ‘দেখুন, আমি বিপিএল গভর্নিং কাউন্সিলে নেই, একজন খেলোয়াড় হিসেবে আমার যা মনে হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি নিশ্চিত যে বিপিএল আয়োজক কমিটি জানে, কী ধরনের পরিবর্তন এটাকে বিশ্বমানের পর্যায়ে নিতে পারে, সেটাই তাদের করা উচিত।’
গত বিপিএলে ব্যাট হাতে আলো ছড়ালেও চলতি বিপিএলে জ্বলে উঠতে পারেননি রিজওয়ান। নিজের ফর্ম নিয়ে পাকিস্তানি ব্যাটার বলেন, ‘দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। তবে আমি দলের ফলাফলে খুশি। আমি ও দলের সবাই এটিই চাই। এটি ভালো। আমার ওপর মানুষের প্রত্যাশাও এমন নয়। তবে আমি মেশিন নই। কঠোর পরিশ্রম করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।’