বিপিএলের মাঝপথেই দেশে ফিরছেন পাকিস্তানি তারকারা
বিপিএলের চলতি আসরে সেই অর্থে বড় তারকাদের পর্যাপ্ত উপস্থিতি নেই। এর পেছনে মূল কারণ, একই সময়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আরও দুটি লিগের সঙ্গে সাংঘর্ষিক সূচি। এরপরও বেশ কয়েকজন পাকিস্তানি তারকা ক্রিকেটার বিপিএল মাতাচ্ছেন। এবার আসরের মাঝপথে তারাও দেশে ফিরে যাচ্ছেন। হুট করেই তাদের এমন প্রস্থানে স্বাভাবিকভাবেই রঙ হারাচ্ছে বিপিএল।
বিপিএলের চলতি আসরে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, আবদুল কাদির, শোয়েব মালিকের মতো তারকা ক্রিকেটাররা খেলছেন। যদিও বিপিএলের শেষ পর্যন্ত তাদের সার্ভিস পাবে না দলগুলো। চলতি সপ্তাহেই শেষ হচ্ছে তাদের অনাপত্তিপত্র (এনওসি) এর মেয়াদ। অনেকে এনওসি বাড়ানোর জন্য পিসিবির কাছে আবেদন করলেও তাতে সাড়া মেলেনি।
জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময় শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবারের আসর। মূলত, সেই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে তারকা ক্রিকেটারদের বিপিএল ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে পিসিবি।
এদিকে, বাবরের সঙ্গে পিএসএলে দল পাওয়া রংপুরের আরও চার ক্রিকেটারও চলে যাবেন। তাদের জায়গায় নতুন ক্রিকেটার এলেও হুট করেই নতুনদের পারফর্ম করা কঠিন হবে মানছেন দলটির কর্ণধার ইশতিয়াক সাদিক। তিনি বলেন, ‘চার ক্রিকেটার যখন চলে যাবেন তখন তাদের শূন্যস্থান পূরণে নতুন চারজন আসবে। কিন্তু তাদের সময় দিতে হবে থিতু হওয়ার। তাই একটু উদ্বিগ্ন। ওদের চারজনের জুটিটা ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আবার ওই জায়গায় যেতে একটু সময় লাগবে।’