লম্বা সময় পর একই মঞ্চে সাকিব-তামিম
সাকিব আল হাসান ও তামিম ইকবাল—দেশের ক্রিকেটে দুই প্রভাবশালী তারকার বন্ধুত্বের কথা সবারই জানা। যদিও তাদের মধ্যে চিড় ধরেছে বলে রয়েছে গুঞ্জন। মাঠ কিংবা মাঠের বাইরে দেখা হলেও কথা হয় না তাদের। তবে, মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েসের কল্যাণে লম্বা সময় পর একই মঞ্চে দেখা গেল এই দুই তারকাকে।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে মিরাজ-কায়েসের ব্যাট কোম্পানি এমকেএসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব-তামিম। যদিও অনুষ্ঠানে দুজন বসেন বেশ খানিকটা দূরত্ব নিয়ে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
এমকেএসের ব্যাটের ভালো দিক গুলো তুলে ধরেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। পরবর্তীতে সতীর্থদের প্রতি শুভকামনা জানান সাকিব-মাহমুদউল্লাহ ছাড়াও অন্যান্য ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স সতীর্থ মোহাম্মদ রিজওয়ানও উপস্থিত ছিলেন এই আয়োজনে।
বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেট দাপিয়ে বেড়ালেও নিজেদের কোনো ক্রীড়াসরঞ্জাম ছিল না। অ্যাডিডাস, নাইকি, সিএ, রিবুকের মতো বিদেশি ব্র্যান্ডের ব্যাট দিয়েই খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ক্রিকেটারদের ভালো মানের ব্যাটের চাহিদা পূরণ করতে চান মিরাজরা। সেই লক্ষ্য কাজ করছে এমকেএস স্পোর্টস।