সাংবাদিকের প্রশ্নের জবাবে সাকিবের পাল্টা প্রশ্ন!
বিপিএলে টানা তিনদিন ম্যাচ ছিল না রংপুর রাইডার্সের। এই সময়টায় বাকিরা বিশ্রামে কাটালেও সাকিব ছুটছেন আপন ছন্দে। নিজের নির্বাচনী এলাকায় ছুটে যাওয়া থেকে শুরু করে বাণিজ্যিক কাজ, সবকিছুতেই সরব তিনি। এর মধ্যেই আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন বাংলাদেশ অধিনায়ক।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক যুক্তি সাক্ষর করেন সাকিব। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হলে প্রসঙ্গ ওঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। প্রথমে সাকিবের কাছে জানতে চাওয়া হয় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কোনো পরিকল্পনা করছেন কি না, বিশেষ করে টেস্ট নিয়ে? জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'না শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো প্ল্যান হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি। চেষ্টা করছি কিভাবে দলের জন্য কনট্রিবিউট করতে পারি।'
এরপর জানতে চাওয়া হয় শ্রীলঙ্কা সিরিজে সাকিব আদৌ খেলবেন কিনা সেটা নিয়ে। কারণ, এরই মধ্যে গুঞ্জন রটেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না সাকিব। বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেছেন, 'আমি কি বলেছি কখনো আমি চাচ্ছি না বা চাচ্ছি। আপনি কার কাছ থেকে শুনছেন এমন কথা?'
এরপর সাকিব যোগ করেন, 'যার কাছ থেকে শুনেছেন এমন কথা তার কাছেই শুনে নেন। আমি যদি বলতাম আমি খেলতে চাই অথবা খেলতে চাই না সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞেস করেন সে ভালো বলতে পারবে।'