সাকিবের নেতৃত্ব হারানোর কারণ জানাল বিসিবি
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগেই নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে নেতৃত্ব দিলেও চোখের সমস্যার কারণে বেশক’টি ম্যাচে খেলা হয়নি তার। এমনকি আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও তার থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমতবস্থায় সাকিবকে আর নেতৃত্বে না রেখে নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটের জন্য অধিনায়ক হিসেবে বেছে নিল বিসিবি।
গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির সাধারণ সভায় বড় ইস্যু ছিলো নেতৃত্বের বদল। চোট ও নানান কারণে সাকিবকে নিয়মিত পাচ্ছিল না বাংলাদেশ দল। যদিও অফিসিয়ালি তিনি তিন সংস্করণেই ছিলেন অধিনায়ক। আসছে শ্রীলঙ্কা সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না জানতে চেয়েছিল বিসিবি, সাকিব বিসিবিকে জানিয়েছেন তিনি নিশ্চিত নন। চলতি বছর জুন মাসে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছরজুড়ে সর্বোচ্চ ১৪টি টেস্ট খেলার সূচি আছে। এমন অবস্থায় সাকিবকে নিয়ে অনিশ্চয়তায় থাকতে চায়নি বোর্ড।
সাকিবকে বাদ দেওয়ার কারণ হিসেবে তার ফিটনেসের কথা উল্লেখ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে, বিশ্বকাপ আছে। আসলে ওকে পাওয়ার বিষয়ে আমরা নিশ্চিত না।’
নাজমুল হাসান আরও যোগ করেন, ‘অবশ্যই অধিনায়ক হিসেবে সাকিব আমাদের প্রথম পছন্দ ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত নিতে আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন ঠিকঠাক দলটা চলতে পারে, সেজন্য শান্তর নামটা আমরা ঘোষণা করেছি।’
শান্তর নেতৃত্বেই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জেতে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এর মধ্যে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজও ছিল। সেখানে এক ম্যাচে হার ও একটিতে জয়ের মুখ দেখে বাংলাদেশ।