‘চোখে না দেখেও বোলিং করতে পারবে সাকিব’
চলতি বিপিএলে নিজেকে মেলে ধরতে গিয়ে ভুগছেন সাকিব আল হাসান। চোখের সমস্যা নিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশি তারকা। তবুও, সবশেষ তিন ম্যাচে সাকিবের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ব্যাটে-বলে দুদিকেই উজ্জ্বল রংপুর রাইডার্সের আইকন।
তাই আগে থেকে না জানলে বোঝার উপায় নেই যে—সাকিব চোখের সমস্যার সঙ্গেও লড়াই করছেন। বিপিএল খেলতে আসা জিমি নিশামের ক্ষেত্রেও সেটাই হয়েছে। সাকিবের এই সমস্যার কথাটা জানতেন না তিনি। তাই আচমকা শোনার পর অবাক হয়েছেন এই কিউই তারকা।
বিষয়টি জানার পর অনেকটা বিস্ময় নিয়ে রংপুরের এই বিদেশি অলরাউন্ডার বললেন,‘গত ম্যাচে দেখে তো মনে হয়েছে, উল্টো এটা (চোখের সমস্যা) তাকে সাহায্য করছে। হয়তো এক চোখে খেলাই তার জন্য সহজ (হাসি)। সে দারুণ একজন ক্রিকেটার। আমি জানি না তার চোখে কী সমস্যা। এই প্রথম আমি খবরটা শুনলাম। সে যা–ই করছে, তা-ই করতে থাকুক। কারণ, এটা কাজে দিচ্ছে (হাসি)।’
এরপর যোগ করেন, ‘সে যদি চোখে নাও দেখে, তারপরও বোলিং করতে পারবে। তাতেও সে ভালো করবে।’
সাকিবকে নিয়ে প্রশংসা যেন থামছিলই না নিশামের। কিউই তারকা আরও বলেন, ‘সে আমাদের হয়ে দুর্দান্ত খেলছে। দলে তার থাকা মানে দুজন খেলোয়াড় থাকা। সে অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন এবং অন্যতম সেরা বোলারও। তার দলে থাকা বিরাট সুবিধা। গত কয়েকটি ম্যাচে সে দারুণ পারফর্ম করছে। আশা করছি, সে এই ফর্মটা ধরে রাখবে।’